ড্রাম্পার ট্রাকের হাইড্রোলিক বক্সে করে ইয়াবা পাচারের সময় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন- রুবেল ড্রাইভার ও আফতাব উদ্দিন। সোমবার গভীর রাতে সাতকানিয়া থানাধীন রাস্তার মাথা এলাকায় এ অভিযান চালানো হয়।
চট্টগ্রামের পুলিশ সুপার এস এম রশিদুল হক বলেন, অভিনব কৌশলে ডাম্পার ট্রাকের হাইড্রোলিক বক্সে লুকিয়ে ইয়াবার বড় চালান আসছে এ তথ্যের ভিত্তিতে রাস্তার মাথা এলাকায় অবস্থান নেয় পুলিশের একটি দল। সন্দেহভাজন ট্রাকটি আসার পর তাতে তল্লাশি করে সাড়ে তের হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার