চট্টগ্রাম ফিল্ড হাসপাতলের প্রধান উদ্যোক্তা ও নির্বাহী জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. বিদ্যুৎ বড়ুয়া বলেছেন, শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতার সাথে একাগ্রতা ও ইচ্ছা থাকলে সমাজে অনেক ভূমিকা রাখা যায়। হয়তো আমরা অনেকেই মহৎ কাজ করতে পারি না। কিন্তু মহৎ ভালোবাসা দিয়ে অনেক মহৎ কাজ করতে পারি। তাই আমাদের সবাইকে যার যার অবস্থান থেকে কাজ করেই সামগ্রিকভাবে দেশকে এগিয়ে নিতে হবে।
গতকাল বৃহস্পতিবার স্বেচ্ছাসেবী সংগঠন "বায়ান্ন"র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রীতিলতা প্রজেক্ট এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রীতিলতা প্রজেক্টের মাধ্যমে মেয়েদের কারাতে প্রশিক্ষণ প্রদান করা হবে।
জয়বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড প্রাপ্ত সংগঠন বায়ান্ন বিভিন্ন সামাজিক কাজ করে সুনাম অর্জন করেছে। প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বায়ান্ন এর সভাপতি সাজ্জাদ হোসেন সানির সভাপতিত্বে সঞ্চালনা করেন সামরিন চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে লিডার্স স্কুল ও কলেজের অধ্যক্ষ কর্নেল (অব.) আবু নাসের তোহা, উদ্বোধক সাবেক কমিশনার সাহেদ ইকবাল বাবু ও সংবর্ধিত অতিথি দোলন কুমার বিশ্বাস উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/ফারজানা