কুণ্ডেশ্বরী ঔষধালয়ের প্রতিষ্ঠাতা শহীদ অধ্যক্ষ নতুন চন্দ্র সিংহের কনিষ্ঠ পুত্র প্রাক্তন লায়ন্স গভর্নর, বীর মুক্তিযোদ্ধা প্রফুল্ল রঞ্জন সিংহের শ্রাদ্ধানুষ্ঠান গতকাল বৃহস্পতিবার কুণ্ডেশ্বরী ভবনে সম্পূর্ণ হয়েছে। অনুষ্ঠানে যোগ দিয়ে দেশের বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্বরা বলেছেন, লায়ন প্রফুল্ল রঞ্জন সিংহ ছিলেন একজন দেশপ্রেমিক, সাহসী মানবতাবাদী ব্যক্তি। তিনি প্রয়াত পিতার পদাঙ্ক অনুসরণ করে নারী শিক্ষার উন্নয়ন ও স্বাস্থ্য সেবায় বহুমুখী অবদান রেখেছেন।
কুণ্ডেশ্বরী ঔষুধালয়ের ব্যবস্থাপনা পরিচালক প্রয়াত লায়ন প্রফুল্ল রঞ্জন সিংহের শ্রদ্ধা অনুষ্ঠান যোগ দিতে চট্টগ্রামের রাউজানে যান এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ার ড. মাহফুজুর রহমান, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক ও নিউজ টোয়েন্টিফোরের সিইও নঈম নিজাম, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, সাংবাদিক নেতা মঞ্জুরুল আহসান বুলবুল, প্রথম আলোর সহ-সম্পাদক কবির বকুল, সাংবাদিক মুন্নি সাহা, চট্টগ্রামসহ দেশের বিশিষ্টজনরা। তাদের গহিরা কুণ্ডেশ্বরী ভবনে স্বাগত জানান বীর মুক্তিযোদ্ধার পুত্র রাজিব সিংহা, ভাইপো চন্দন সিংহা ও বাসুদেব সিংহা।
শ্রাদ্ধানুষ্ঠানে কয়েক হাজার মানুষের জন্য ভোজের আয়োজন করা হয়।