তিনি 'ছদ্মবেশী' কাজের বুয়া। কাজের খোঁজে ঘুরে বেড়ান নগরীর অভিযাত এলাকায়। কাজের সুযোগ পাওয়ার কয়েকদিন পর স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ নিয়ে দেন চম্পট। অবশেষে ছদ্মবেশী চোর বিবি কুলসুমকে গ্রেফতার করে কোতোয়ালী থানা পুলিশ। অভিযানে তার কাছ থেকে চুরি করা ২০ ভরি স্বর্ণালঙ্কার নগদ প্রায় পাঁচ লাখ টাকা উদ্ধার করা হয়। রবিবার রাতে জেলার লোহাগাড়া থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসিন বলেন, ‘গ্রেফতার হওয়া বিবি কুলসুম ছদ্মবেশ ধারণ করে চুরি করে বেড়ায়। তিনি দীর্ঘদিন ধরে অভিন্ন কায়দায় চুরি করে আসছে। কোতোয়ালী থানাধীন ঘাটফরহাদবেগে এক মাস আগে একটি চুরির ঘটনা ঘটে। ওই চুরির সূত্র ধরে তাকে গ্রেফতার করা হয়। তারা চুরির ধরণ অভিনব। তাকে আরো জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হবে।’
জানা যায়, কুলসুম ছদ্মবেশ ধারণ করে অভিজাত এলাকার বুয়ার কাজ নেয়। নিজের পরিচয় লুকাতে ছদ্মনাম এবং অন্যের নামে রেজিস্ট্রেশন করা সিম ব্যবহার করে। নিজের চেহেরা আড়াল করতে সব সময় পর্দা করে। সুযোগ বুঝে অভিন্ন কৌশলে চুরি করে চম্পট দেয়। অভিন্ন কায়দায় গত ৩ নভেম্বর নগরীর ঘাটফরহাদবেগে একটি চুরি করে কুলসুম। এ সময় ৫০ ভরি স্বর্ণ ও নগদ দেড় লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। প্রযুক্তির সহায়তায় তাকে গ্রেফতার করা হয়।
ওসি বলেন, ‘কুলসুম চুরির পর এলাকায় পালিয়ে যায়। গ্রামের বাড়ি তার পাকা বাড়ি রয়েছে। এলাকায় তার পরিবার সম্পদশালী হিসেবেই পরিচিত। দানবীর হিসেবে তাকে চেনে। সবাই জানে তার শহরেও বাড়ি রয়েছে। শহরে চুরির পর গ্রামে পালিয়ে যায়। চুরি করা অর্থ ও স্বর্ণালয় মাটির নিজে পুতে রাখে।
বিডি প্রতিদিন/হিমেল