চট্টগ্রাম মহানগর ছাত্রদলের কমিটি ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে দফায় দফায় সংঘাতে জড়িয়ে পড়েছে দু’গ্রুপ। পদ বঞ্চিত ছাত্র নেতারা দলীয় কার্যালয়ে ককটেল নিক্ষেপ করেছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আজ রবিবার বিএনপি’র দলীয় কার্যালয় নাসিমন ভবনে দু দফায় এ ঘটনা ঘটে।
কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসিন বলেন, ‘ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটির সদস্যদের সাথে পদ বঞ্চিত নেতাদের দুই দফায় সংঘর্ষ হয়েছে। এসময় পদ বঞ্চিত ছাত্র নেতারা দলীয় কার্যালয়ে ককটেল নিক্ষেপ করে। পুলিশ ঘটনাস্থল থেকে তিন জনকে আটক করেছে। তাদের যাচাই বাছাই করে সিদ্ধান্ত নেয়া হবে।’
তবে ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম বলেন, ‘ছাত্রদলের অনুষ্ঠান চলাকালে কোনো ধরণের উস্কানি ছাড়াই পুলিশ নেতা কর্মীদের উপর হামলা চালিয়েছে। এসময় ছয় নেতা-কর্মী মারাত্মক ভাবে আহত হয়েছে।’
জানা যায়, নতুন আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে মিছিল বের করে ছাত্রদলের নেতারা। তাদের মিছিল কাজীর দেউরী থেকে প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে যায়। বক্তব্য শুরু করার সাথে সাথে পদ বঞ্চিতদের সাথে সংঘাতে জড়িয়ে পড়ে নতুন কমিটির নেতাদের অনুসারীরা। এসময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ লাঠি চার্জ করে। বিকেলের দিকে পদ বঞ্চিতরা ফের বিক্ষোভ সহকারে গিয়ে দলীয় কার্যালয়ে ককটেল নিক্ষেপ করে।
এক মাসের ব্যবধানে ফের কমিটি
চট্টগ্রাম মহানগর ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার এক মাসের মধ্যে তা ভেঙে ফের ৩৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সাইফুল আলমকে আহ্বায়ক এবং শরিফুল ইসলাম তুহিনকে সদস্য সচিব করা হয়। শনিবার রাতে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় সংসদ। আহ্বায়ক কমিটিকে ৯০ দিনের মধ্যে সকল ইউনিট কমিটি গঠনের নির্দেশনা দেয়া হয়েছে।
নতুন কমিটির আহ্বায়ক সাইফুল আলম বলেন, ‘দীর্ঘদিন কমিটি না হওয়ার কারণে আগের কমিটি অস্থায়ী ভিত্তিতে করা হয়েছিল। কমিটি নিয়ে কিছু নেতা কর্মী অসন্তুষ্ট থাকলেও সবাইকে নিয়ে দলীয় কর্মসূচি পালন করা হবে।’
বিডি প্রতিদিন/আবু জাফর