বেসরকারি সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, নগর পরিকল্পনাবিদ প্রকৌশলী এম আলী আশরাফ আর নেই। শনিবার দিবাগত রাত ২টা ৫ মিনিটে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।
তার পারিবারিক সূত্রে জানা গেছে, ইঞ্জিনিয়ার আলী আশরাফ করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। গত ১৭ ফেব্রুয়ারি থেকে ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। রবিবার বাদ আসর জমিয়তুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে তার প্রথম নামাজে জানাজা এবং দ্বিতীয় জানাজা ফটিকছড়ির জাফতনগর লতিফ রহমান হাইস্কুল ময়দানে অনুষ্ঠিত হবে।
ইঞ্জিনিয়ার আলী আশরাফ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সাবেক সভাপতি ও রোটারি সেন্টারের আজীবন সদস্যসহ বহু সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন।
আলী আশরাফের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এম রেজাউল করিম চৌধুরী, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, সাদার্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. নুরুল মোস্তফা, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান খলিলুর রহমান, নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন সহ বিশিষ্টজনরা।
বিডি প্রতিদিন/আবু জাফর