করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন মোকাবিলায় সচেতন করতে কাজ শুরু করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)। মঙ্গলবার সিএমপি’র ট্রাফি বিভাগের সেবা সপ্তাহ উদ্বোধন করার সময় এ তথ্য জানান সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর।
সিএমপি কমিশনার বলেন, ‘করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন মোকাবিলায় পরিবহন সেক্টরকে সচেতন করতে ইতোমধ্যে আমরা কাজ শুরু করেছি। ট্রাফিক সপ্তাহ উপলক্ষে এ কাজ আরও বেগবান করা হবে।’
ট্রাফিক সপ্তাহ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. শামসুল আলম, উপ কমিশনার ট্রাফিক (উত্তর) জয়নাল আবেদীন, উপ-কমিশনার ট্রাফিব বন্দর শাকিলা সুলতানাসহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, পরিবহন মালিক শ্রমিক সংগঠনের নেতারা।
বিডি প্রতিদিন/এএম