চট্টগ্রামের হাটহাজারীতে তেলবাহী ওয়াগনের নীচে কাটা পড়ে মো. শাহাদাৎ (৮) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। চট্টগ্রাম-নাজিরহাট রেললাইনের হাটহাজারীর আলীপুর এলাকায় মঙ্গলবার বেলা ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাদ্রাসা ছাত্র শাহাদাৎ সিলেটের সুনামগঞ্জ এলাকার মো. জসিমের ছেলে। শাহাদাৎ হাটহাজারী তালিমুল কোরআন নুরানী মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর ছাত্র।
হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন বলেন বলেন, মরদেহটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। রেলওয়ে পুলিশকে অবহিত করা হয়েছে বিষয়টি।
বিডি প্রতিদিন/এএম