চট্টগ্রামের হাটহাজারী থেকে নিখোঁজের দুই দিন পর মোহাম্মদ মাহমুদুল্লাহ নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (০৯ নভেম্বর) সকালে উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত মাহমুদুল্লাহ ওই এলাকার মো. শফির ছেলে।
হাটহাজারী থানার ওসি রুহুল আমিন বলেন, দুই দিন আগে নিখোঁজ হন মাহমুদুল্লাহ। অনেক খোঁজাখুঁজির পর তার খবর না পেয়ে পরিবারের লোকজন থানায় সাধারণ ডায়েরী করেন। বুধবার সকালে তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
তিনি আরও বলেন, উদ্ধারের সময় লাশের শরীরে আঘাতের চিহ্ন ছিল। তাই প্রাথমিক ভাবে ধারণা করছি এটি হত্যাকাণ্ড হতে পারে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ দেয়া হয়েছে। এরই মধ্যে এ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
বিডি-প্রতিদিন/এ এস টি