চট্টগ্রামে বিপুল পরিমাণ গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। তারা হলেন- মো মনির, মো ইব্রাহিম, মো সুমন এবং শফিকুল রহমান। অভিযানে তাদের কাছ থেকে ৩১ কেজি গাঁজা এবং মাদক পরিবহণের কাজে ব্যবহার করা প্রাইভেট কার জব্দ করা হয়। শুক্রবার রাতে জেলার মীরসরাই থানাধীন পাকা রাস্তার এলাকায় এ অভিযান চালানো হয়।
র্যাব সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়- শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মীরসরাই এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে কুমিল্লা থেকে প্রাইভেট কারে করে গাঁজা আনা সময় চার জনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম