চট্টগ্রাম নগরের বাকলিয়া থানাধীন রসুলবাগ এলাকার ইমরান হত্যার বিচার দাবি করেছেন তার মা আছিয়া বেগম। সোমবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।
এসময় উপস্থিত ছিলেন নিহত ইমরানের ছোট বোন জেসমিন আখতার, আনোয়ারা উপজেলার দুই ইউপি সদস্য মো. আবু জাফর চৌধুরী মিজান ও শহীদ আহমেদ চৌধুরী।
আসামীদের দ্রুত গ্রেফতার দাবি করে আছিয়া বেগম বলেন, গত ১৯ ফেব্রুয়ারি দুপুরের দিকে আসামিরা আমার ছেলের মোবাইলে ১৬ বার কল দেয়। পরে তাদের বারবার ফোনে বিরক্ত হয়ে আমার ছেলে বাসা থেকে বের হয়। এরপর ফিরেছে লাশ হয়ে। এ ঘটনার ৮ মাস পেরিয়ে গেলেও আমার ছেলে হত্যার বিচার পাইনি। সে আমাকে প্রায় সময় বলত, আম্মু ছেলেগুলো আমাকে সবসময় বিরক্ত করে। আমার কাছে টাকা চায়’।
তিনি অভিযোগ করে বলেন, বাকলিয়া থানার সাবেক ওসি সেদিন আমার মামলা নেয়নি। ঘটনার দিন আসামিরা থানায় উপস্থিত ছিল। কিন্তু অজানা কারণে আসামিদের গ্রেফতার না করে ছেড়ে দেয়। আমার ছেলের মৃত্যুর পরও আসামিরা বাসায় এসেছে, তারা নাকি আমার ছেলের কাছ থেকে টাকা পেত। তবে বাকলিয়া থানার বর্তমান ওসি আমাকে অভয় দিয়ে বলেছেন, তিনি আমার ছেলের হত্যাকারীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করবেন।
বিডি প্রতিদিন/এএম