চট্টগ্রাম নগরের বিমানবন্দর সড়কের একটি বেসরকারি কনটেইনার ডিপোর সামনে নগরে লরির সঙ্গে সিএনজির ধাক্কায় একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
কেইপিজেড ফায়ার সার্ভিস স্টেশনের লিডার স্বপন চন্দ্র ঘোষ বলেন, দ্রুতগতির একটি সিএনজি অটোরিকশায় চারজন যাত্রী ছিল। বিমান বন্দরের দিকে যাওয়ার সময় লরিকে ধাক্কা দিলে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে লরির নিচে ঢুকে যায়। এ সময় ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। আহত তিনজনকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে একজনের অবস্থা গুরুতর। নিহত ব্যক্তির মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম