২৪ মে, ২০২৪ ২২:১৭

চট্টগ্রামে পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু

প্রতীকী ছবি

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় পৃথক স্থানে পুকুরের পানিতে ডুবে মো. নওশাদ (১১) ও তাজবীদ (২) নামে দুই শিশু এবং রাঙ্গুনিয়ায় এক শিশুর মৃত্যু হয়েছে। 

শুক্রবার চট্টগ্রামের পৃথক স্থানে এ ঘটনা ঘটে।

নওশাদ ছিপাতলীর আব্দুল হামিদ সওদাগরের বাড়ির মো. আইয়ুবের ছেলে ও স্থানীয় একটি মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্র। 

ছিপাতলী ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ শাহাবুদ্দিন জানান, নওশাদ দুপুর সাড়ে ১২টার দিকে পুকুরে গোসল করার সময় ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর তার নিথর দেহ উদ্ধার করে স্থানীয় একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

অপরদিকে, পৌরসভার ৯ নং ওয়ার্ডের মোহাম্মদপুর এলাকার মারাক্কা চৌধুরীর বাড়ির মো. সুমনের দুই বছর বয়সী ছেলে তাজবিদ বাড়ির পাশের পুকুরে ডুবে যায়। পরে তাকে পুকুরের পানিতে দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে, রাঙ্গুনিয়া পৌরসভার ১নং ওয়ার্ডে ডোবায় ডুবে মো. আয়ান (৪) নামে চার বছর বয়সী নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। আয়ান রক্তচড়ার বাসিন্দা আবদুল শুক্কুরের ছোট ছেলে।

স্থানীয় কাউন্সিলর জালাল উদ্দীন বলেন, খেলতে গিয়ে শিশুটি নিখোঁজ হয়। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ি থেকে একটু দূরে একটি ডোবায় তার লাশ মিলেছে। 

বিডি-প্রতিদিন/বাজিত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর