ভারত থেকে ২৪ হাজার ৬৯০ মেট্রিক টন চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে একটি জাহাজ। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে শিগগিরই এ চাল খালাস শুরু হবে। এটিই অন্তর্বর্তী সরকারের সময়ে খাদ্য অধিদপ্তরের জন্য উন্মুক্ত দরপত্রের মাধ্যমে কেনা চালের প্রথম চালান বলে জানা গেছে।
চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রকের দপ্তর, চট্টগ্রামের নিয়ন্ত্রক জ্ঞান প্রিয় বিদূর্ষী চাকমা জানান, তানাইস ড্রিম নামের জাহাজটি বুধবার চট্টগ্রাম বন্দরে এসেছে। কিছু প্রক্রিয়া শেষে দ্রতই চাল খালাস শুরু হবে। এ জাহাজে ভারত থেকে আনা চাল রয়েছে।
তিনি আরও জানান, বর্তমান সরকারের সময়ে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে কেনা চালের প্রথম চালান এটি। পরবর্তীতে আরও কয়েকটি চালান পর্যায়ক্রমে দেশে আসার কথা।
প্রসঙ্গত, এর আগে ইউক্রেন থেকে সরকারি পর্যায়ে আমদানি করা ৫২ হাজার ৫০০ মেট্রিক টন গম নিয়ে একটি জাহাজ গত ১২ ডিসেম্বর চট্টগ্রাম বন্দরে পৌঁছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন