বিএনপির নির্বাহী কমিটির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন, দেশের সব প্রশাসনের প্রাণকেন্দ্র হলো বাংলাদেশ সচিবালয়। এ সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে যাওয়ায় ব্যাপক ক্ষতি হয়েছে। মধ্যরাতে সচিবালয়ের মতো নিরাপদ স্থানে আগুন লাগা গভীর উদ্বেগজনক। এ অগ্নিকাণ্ডের ঘটনা কোনও নাশকতা কিনা তা তদন্ত করা দরকার।
শুক্রবার নগরীর ২১নং জামাল খান ওয়ার্ড বিএনপির উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, অত্যন্ত পরিকল্পিতভাবে দেশের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করার লক্ষ্যে ষড়যন্ত্রকারীরা প্রশাসনের কেন্দ্রবিন্দুতে অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়ে থাকতে পারে। এই ঘটনায় সরকারের সংশ্লিষ্ট দফতরের উদাসীনতা ও অসতর্কতা আছে কিনা তা খতিয়ে দেখা দরকার। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অগ্নিকাণ্ডের ঘটনার রহস্য উদঘাটন করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা জরুরি। সেই সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারকে জনগণের অর্পিত দায়িত্ব পালনে আরো সচেতন ও সতর্ক হওয়া উচিত।
আবু মোহাম্মদ মহসিন চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক সাহেদ বক্স, আশরাফুজ্জামান স্বপন, কামাল হোসেন, মোহাম্মদ সেলিম, মো. দেলোয়ার, হাসানুল করিম চৌধুরী, মোহাম্মদ আলমগীর, মো. ইলিয়াছ, মো. সেলিম, আমিন উল্লাহ, তাসলিমা আহমেদ, মো. আলী হোসেন, শাহ নেওয়াজ, নুর হোসেন, মো. ওমর ফারুক টারজান, সৈয়দ সাফওয়ান আলী, মোঃ ইমরান হোসেন, মোঃ মোবারক হোসেন, মোঃ শাহ সাবাহ আনি প্রমূখ।
বিডি প্রতিদিন/হিমেল