প্রায় ১ কোটি টাকা ব্যয়ে নবনির্মিত বান্দরবান কালেক্টরেট স্কুল এন্ড কলেজ ভবনের উদ্বোধন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।
বিশেষ বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এই প্রকল্প বাস্তবায়ন করে। শনিবার ২৮ ডিসেম্বর সকালে উপদেষ্টা এ ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, ন্যায্যতার ভিত্তিতে সকল সম্প্রদায়ের জন্য সুযোগ সুবিধা এবং মানসম্মত শিক্ষা ও উন্নয়ন ব্যবস্থা করে দেয়ার লক্ষ্যে কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার।
তিনি জানান, পার্বত্য এলাকার ভূমি সমস্যা নিরসনে ৩ পার্বত্য জেলার মানুষদের যে দাবি তা ইতোমধ্যে ভূমি মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে। সরকারি আইন মোতাবেক স্থানীয় প্রশাসন যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান প্রফেসর থানজামা লুসাই, জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন, পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু বিন ইয়াসির আরাফাত উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল