একই মুঠোফোন (০১৬২৫২৯৩২০১) নম্বর থেকে সর্বহারা পার্টির পরিচয় ব্যবহার করে পৃথকভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তিনজন শিক্ষক ও তাদের পরিবারের সদস্যদেরকেও হত্যার হুমকি দেওয়া হয়েছে।
এব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে হুমকির ব্যাপারটি অবগত করা হয়েছে। এরা হলেন, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতি অধ্যাপক আবুল কাশেম, ইতিহাস বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক মোহাম্মদ শাফি ও অধ্যাপক মো. মাহবুবর রহমান। তবে শেষ ব্যক্তির স্ত্রী তাহদিনা নাজনীনকেও হুমকি দেওয়া হয়েছে।
‘সর্বহারা পার্টির বিভিন্ন কর্মী বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অনেক টাকার প্রয়োজন। তাই টাকা না দিলে হত্যার হুমকি দেওয়া হয়।’ এমনটাই জানালেন শিক্ষকবৃন্দ।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির জানান, এখন পর্যন্ত আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি। তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
বিডি-প্রতিদিন/ ২৮ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন