পূর্ব ঘোষণা অনুযায়ী মগবাজার-মৌচাক ফ্লাইওভারের সাতরাস্তা থেকে হলি ফ্যামিলি পর্যন্ত অংশটি সর্ব সাধারণের চলাচলের জন্য খুলে দেওয়া হচ্ছে আগামীকাল বুধবার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদিন সকালে ফ্লাইওভারের এই অংশটির উদ্বোধন করবেন। তিনি সাতরাস্তা অংশ থেকে ফ্লাইওভারে উঠে হলি ফ্যামিলি অংশে নামবেন। এরপরই সব ধরনের যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে ফ্লাইওভারের এ অংশটি।
এদিকে ফ্লাইওভারের উদ্বোধন উপলক্ষে পানির স্রোতের মতো আসা গাড়ির চাপ মোকাবেলায় নানা পদক্ষেপ নিয়েছে তেজগাঁও শিল্পাঞ্চল ট্রাফিক জোন। তেজগাঁও এলাকার বিভিন্ন লেনকে বিভাজন করা হয়েছে। উদ্ধার করা হয়েছে দখল হয়ে যাওয়া ও অব্যহৃত একাধিক রাস্তা ও গলি। মেরামত করা হয়েছে খানা-খন্দ।
বিজয় সরণী ফ্লাইভারের পূর্ব মাথায় (লাভরোড়), তিব্বত ও ফিনিক্স রোড়ে গাড়ি গণনার মাধ্যমে গাড়ির গতি প্রকৃতি নির্ণয় করা হচ্ছে।
ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রনের তদারকিতে নিয়োজিত জয়েন্ট কমিশনার ট্রাফিক মোসলেহ্ উদ্দিন আহমেদ ও ডিসি (ট্রাফিক উত্তর) প্রবীর কুমার রায়, পিপিএম বলেন, ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে রাখতে সব ধরণের ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি জনসচেতনতা তৈরিতে প্রচারণা চালানো হচ্ছে। যাত্রীদের সর্বোচ্চ সুবিধা প্রদান করতে সব ধরণের প্রয়াস অব্যাহত আছে, থাকবে। তবে এজন্য সবার লেন মেনে গাড়ি চালানো খুবই জরুরি।
এদিকে প্রকল্প পরিচালক প্রকৌশলী নাজমুল আলম জানান, হলি ফ্যামিলি হাসপাতাল থেকে সাতরাস্তা পর্যন্ত ফ্লাইওভারের অংশটি খুলে দেওয়ার জন্য আমরা পুরোপুরি প্রস্তুত। পুরো প্রকল্পের ৭০ ভাগের মতো কাজ শেষ হয়েছে। তিন ধাপে পুরো প্রকল্পের কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে। সাতরাস্তা থেকে হলি ফ্যামিলি অংশ বুধবার খুলে দেওয়ার পর বাংলামোটর থেকে মৌচাক অংশ জুনে খুলে দেওয়া হবে। বাকিটা ডিসেম্বর বা জানুয়ারিতে খুলে দেওয়া হতে পারে।
বিডি-প্রতিদিন/২৯ মার্চ ২০১৬/ এস আহমেদ