জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রধান সড়কগুলোর ল্যাম্পপোস্টের প্রায় অর্ধশতাধিক বাতি বিগত কয়েক মাস ধরে বিকল হয়ে আছে। সন্ধ্যা নামতেই অন্ধকারে ঢেকে যাচ্ছে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থানগুলো। এতে বাড়ছে মাদক সেবন, ছিনতাই ও ছাত্রী উত্যক্তের মত ঘটনা। ফলে নিরাপত্তাহীনতায় বেশি ভুগছেন ছাত্রীরা।
সরেজমিনে খোঁজ নিয়ে দেখা যায়, সমাজবিজ্ঞান ভবন থেকে নওয়াব ফয়জুন্নেসা হল পর্যন্ত সড়কটির দু’পাশে মেয়েদের ৫ টি আবাসিক হল অবস্থিত। বিশেষ করে সমাজবিজ্ঞান অনুষদ থেকে প্রীতিলতা হল পর্যন্ত রাস্তার (স্বপ্না সরণী) দু’পাশে প্রচুর ঝোপঝাড় ও গাছপালা থাকায় রাতের বেলায় ভীতিকর পরিবেশ তৈরি হয়। অথচ গুরুত্বপূর্ণ এই সড়কটিতে মাত্র ২৩টি ল্যাম্পপোস্ট রয়েছে। এর মধ্যে ১৩টি ল্যাম্পপোস্টের বাতিই বিকল। ফলে সন্ধ্যা নামতেই এই রাস্তাটি অন্ধকারে ঢেকে যায়। এছাড়া এ রাস্তায় রাতের বেলায় মাদক সেবনের পাশাপাশি ছাত্রী উত্যক্তের ঘটনাও ঘটে বলে অভিযোগ করেছেন কয়েকজন ছাত্রী।
নাম প্রকাশে অনিচ্ছুক প্রীতিলতা হলের এক ছাত্রী কর্তৃপক্ষের দায়িত্বহীনতার কথা উল্লেখ করে বলেন, এই রাস্তাটির পাশে মেয়েদের সব কয়টি হল অবস্থিত হলেও প্রয়োজনের তুলনায় এখানেই আলোকসজ্জা সবচেয়ে কম। মাঝে মাঝে ছেলেরা নেশা করে তাই সন্ধ্যার পর বের হতেও ভয় লাগে। অপর এক ছাত্রী বলেন, তনু হত্যার পর থেকে আমাদের পরিবার এখন সর্বদা আমাদের নিরাপত্তা নিয়ে চিন্তায় থাকে। আমরা যারা বিশ্ববিদ্যালয়ের আশেপাশের এলাকাগুলোতে টিউশনি কিংবা খণ্ডকালীন চাকুরি করি, রাতের বেলা এসব অন্ধকার রাস্তা দিয়ে হলে ফেরাটা খুবই আতঙ্কজনক বিষয় হয়ে দাঁড়িয়েছে। এদিকে, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত সড়কটিতে প্রায় ১০টি বাতি বেশ কয়েকদিন ধরে বিকল থাকলেও নজর নেই কর্তৃপক্ষের।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিকের দৃষ্টি আকর্ষণ করলে তিনি দ্রুত এই সমস্যার সমাধান করবেন বলে এই প্রতিবেদককে আশ্বস্ত করেন।
বিডি-প্রতিদিন/ ৩০ মার্চ, ২০১৬/ রশিদা