পুরান ঢাকায় শিব সাধনায় চৈত্র সংক্রান্তিতে পুরনো দিনের সব পাপ আর গ্লানি মুছে দিতে চড়ক পূজা উদযাপন করেছেন সনাতন ধর্মালম্বীরা। গ্রাম-বাংলায় হিন্দু সমপ্রদায়ের ঐতিহ্যের অংশ হিসেবে হাজার বছর ধরে চলে আসা এই চড়ক পূজা ও বৈশাখী মেলা ধর্ম-বর্ণ নির্বিশেষে সার্বজনীন উৎসব ছিল। আগ জগন্নাথ বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজ মাঠে শাঁখারীবাজারের শিব আশ্রম কমিটির উদ্যোগে চড়ক পূজার আয়োজন করা হয়। এর আগে সেখানে বৈশাখী মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান। পরে পূজার উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ বিশ্বাস।
এসময় গেরুয়া রঙয়ের পোষাক পরিয়ে শিব সন্ন্যাসীকে পিঠে চারটি লোহার শলাকা বিঁধে পবিত্র কৃত্রিম বৃক্ষে চড়ক ঘুরানো হয়। পরে শিব সাধক ভক্ত-পুণ্যার্থীদের মাঝে কাঁচা আম ছুড়ে মারেন।
জানা গেছে, কৃত্রিম বৃক্ষটি ৩৫৮ দিন পানিতে ভিজিয়ে রাখা হয়। এর মধ্য দিয়ে সব পাপ মোচন আর গ্লানি দূর হয়ে আত্মা পবিত্র হয়ে যায় মনে করা হঢ। সাতদিন পূর্বে সাধনা করে পাট ঠাকুরের পাটে ধূপ দেওয়ার মধ্য দিয়ে শুরু হয় চড়ক পূজার আনুষ্ঠানিকতা। মনোবাসনা পূরণের আশায় গাছে তেল, দুধ, চিনি, মাখন ঢালেন ভক্ত-অনুসারীরা।
বিডি-প্রতিদিন/১৩ এপ্রিল ২০১৬/শরীফ