‘বিশ্বায়নের এই যুগে সময় এসেছে শেকড়ের গভীরে যাওয়ার। আমাদের স্বত্তাকে চিনতে হলে ফোকলোরের কাছে আশ্রয় নিতে হবে। বাঙালি অসাম্প্রদায়িক জাতির দেখা মেলে ফোকলোরের ভিতরে। বাংলাদেশের পর্যটন শিল্পের সঙ্গে ফোকলোরের গভীর সম্পর্ক রয়েছে। তাই ফোকলোরকে সমৃদ্ধ করলে মজবুত হবে আমাদের ঐতিহ্যের ভীত।’
আজ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক ফোকলোর সম্মেলন ও অ্যালামনাই মিলনমেলায় প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন।
দুইদিনব্যাপী সম্মেলনের উদ্বোধন করেন নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আবদুল খালেক। রাবি উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, উত্তরা ইউনিভার্সিটির উপ-উপাচার্য ইয়াসমীন আরা লেখা, জাপানের মানবতাবাদী লেখক ও লালন গবেষক নাওমি ওয়াতানাবে, রাবির সামাজিক বিজ্ঞান অনুষদের অধিকর্তা অধ্যাপক নীলুফার সুলতানা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য উপস্থাপন করেন করেন ফোকলোর বিভাগের সভাপতি অধ্যাপক মোর্বারা সিদ্দিকা এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এমেরিটাস বরুণ কুমার চক্রবর্ত্তী।
বিডি-প্রতিদিন/১৫ এপ্রিল ২০১৬/ হিমেল-১৪