ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. শাহিনুর রহমানের বিরুদ্ধে পিএচইডি ডিগ্রী জালিয়াতির অভিযোগ উঠেছে। তিনি জালিয়াতির মাধ্যমে জামায়াতপন্থী ভিসির অধীনে মাত্র পাঁচ মাস ৭ দিনে পিএইচডি ডিগ্রী লাভ করেছেন বলে জানা গেছে।
বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল সংগঠন বঙ্গবন্ধু পরিষদ ও শাপলা ফোরাম এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ চাঞ্চল্যকর তথ্য উপস্থাপন করেছেন। আজ দুপুর ২ টার দিকে বিশ্ববিদ্যালয় টিএসসিতে অবস্থিত প্রের্সকর্ণারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে দুই সংগঠনের সভাপতি-সাধারন সম্পাদক স্বাক্ষরিত একটি লিখিত বক্তব্য পাঠ করেন শাপলা ফোরামের সাধারন সম্পাদক প্রফেসর ড. আনোয়ার হোসেন। এসময় তারা পিএচইডি জালিযাতির গুরুত্বপূর্ণ নথিপত্র সাংবাদিকদে কাছে সরবরাহ করেন।
লিখিত বক্তব্যে তারা উল্লেখ করেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রফেসর ও বর্তমান প্রো-ভিসি প্রফেসর ড. শাহিনুর রহমান মাত্র পাঁচ মাস সাত দিনে স্বীয় তত্ত্বাবধানে পিএইচডি ডিগ্রি লাভ করেছেন। এ ডিগ্রীর আদ্যপান্ত অসততা, অনিয়ম, মিথ্যা তথ্য ও বিশ্ববিদ্যালয়ের বিধি-পরিপন্থী প্রক্রিয়ার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। পিএইচডি ডিগ্রি অর্জনে কমপক্ষে দুই বছর সময় লাগার কথা থাকলেও এত কম সময়ে এই ডিগ্রী অর্জন করায় সমগ্র প্রক্রিয়া নিয়ে নানা প্রশ্ন উঠেছে।
তারা জানান, ২০০২ সালের ২৪ জুলাই শাহিনুর রহমানকে পিএইচডি কোর্সে রেজিষ্ট্রেশন প্রদান করা হয়। রেজিষ্ট্রেশন নং-৪। তিনি ২০০২ সালের ২৪ জুলাই রেজিষ্ট্রেশন পেলেও পিএইচডি কোর্সে যোগদান করেন একই বছরের ১১ জুলাই। বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার বরাবর লেখা একটি আবেদনপত্রে এ তথ্য পাওয়া যায়। রেজিষ্ট্রেশন পাবার ১৩ দিন পূর্বে কিভাবে তিনি পিএইচডি কোর্সে যোগদান করলেন তা নিয়ে শিক্ষকরা প্রশ্ন তোলেন।
এছাড়া ২০০২ সালের ৩ জুলাই তিনি থিসিস জমা দেবার জন্য আবেদন করেন। যা রেজিস্ট্রেশন প্রাপ্তির ২১ দিন পূর্বে। রেজিষ্ট্রেশন প্রাপ্তির পূর্বে তিনি অলৌকিত ভাবে থিসিস জমা দানের জন্য বিশ্ববিদ্যালয়ের ভিসি বরাবর আবেদন করেন।
প্রো-ভিসি তার একটি আবেদনপত্রে উল্লেখ করেন, 'ইন্ডিয়ানা ইউনিভার্সিটির নীতিমালা অনুযায়ী ৬০ ক্রেডিট কোর্সের মধ্যে ৪০ ক্রেডিট কোর্স সম্পন্ন করেছি। পিএইচডি শেষ করতে আমার সর্বাধিত আরো ২০ ক্রেডিট প্রয়োজন ছিল। কিন্তু দেশে ফেরার পর ঐ বিশ্ববিদ্যালয়ের নানা জটিলতার কারনে সেমিস্টারে যোগ দিতে পারিনি। ঐ বিশ্ববিদ্যালয় থেকে এমএ ডিগ্রীর জন্য ৩০ ক্রেডিট পিএইচডিতে যুক্ত হবে।'
সংবাদ সম্মেলনে শিক্ষকরা বলেন, ইন্ডিয়ানা ইউনিভার্সিটির সহকারী রেজিষ্ট্রার মাইক জাকালি কর্তৃক প্রেরিত একটি ইমেইল থেকে জানা যায়, শাহিনুর রহমান পিএইচডির অনুকূলে মাত্র এক টার্ম সম্পন্ন করেছেন যা সর্বোচ্চ ১৯ ক্রেডিট আওয়ার্স হিসেবে গন্য হতে পারে। অথচ তিনি আবেদনপত্রে উল্লেখ করেছেন, ৪০ ক্রেডিট কোর্স সম্পন্ন করেছেন যা মিথ্যা।
ইন্ডিয়ানা ইউনিভার্সটির নীতিমালা অনুযায়ী ৯০ ক্রেডিট কোর্স সম্পন্ন করতে হয়। তার গবেষণার বিষয় ছিল-রুডিয়ার্ড কিপলিং’স অব হোয়াউট ম্যান’স বারডেন এস রিফ্লেক্টেড ইন হিস রাইটিং’স: এ ক্রিটিকাল এক্সপজিশন। শিক্ষকরা আরও বলেন, রেজিস্ট্রেশনের জন্য বিভাগীয় একাডেমিক কমিটি, অনুষদীয় কমিটি, বোর্ড অব অ্যাডভান্স কমিটি, একাডেমিক কমিটি (এসি) ও সিন্ডিকেট সভায় অনুমোদনের নিয়ম থাকলেও প্রো-ভিসির পিএইচডি রেজিষ্ট্রেশন বিষয়ে কোথাও অনুমোদন নেই। এছাড়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুযায়ী পিএইচডি ডিগ্রির জন্য দুইটি সেমিনার করার নিয়ম থাকলেও তিনি একটিও সেমিনার করেননি বলে অভিযোগ রয়েছে।
সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদের সাধারন সম্পাদক প্রফেসর ড. মিজানুর রহমান, শাপলা ফোরামের সভাপতি প্রফেসর ড. মাহবুবুল আরফিন, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সাবেক মহাসচিব প্রফেসর ড. রাশিদ আশকারী, ফলিত বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. শামসুল আলমসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/ ১৬ মে, ২০১৬/ হিমেল-০৯