ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার বলেছেন, আগে পাকিস্তানের এক টাকা সমান বাংলাদেশের দুই টাকা ছিল। এখন বাংলাদেশের এক টাকা সমান পাকিস্তানের দুই টাকা। ২০১৯-এ এসে প্রত্যেকটা ক্ষেত্রে পাকিস্তানকে অতিক্রম করেছে বাংলাদেশ।
আজ বেলা ১২টায় রাজশাহী পোস্টাল একাডেমিতে বিসিএস ক্যাডারদের ৬৮তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, যখন মুক্তিযুদ্ধ করেছিলাম, তখন অনেকের প্রশ্ন ছিল পাকিস্তান ভেঙে তার চেয়ে খারাপ কোনো রাষ্ট্র না হয়। তাহলে আজকের প্রজন্ম কাঠগড়ায় দাঁড় করিয়ে জিজ্ঞাসা করতো, পাকিস্তান ভেঙে আমাদের এ কেমন রাষ্ট্র উপহার দিলা। কিন্তু আজ বলতে পারি, বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীন দেশ পেয়েছি। আর তার কন্যার নেতৃত্বে বিশ্বে বাংলাদেশ এক সম্মানের রাষ্ট্র। নতুন প্রজন্মকে আমরা বলতে পারছি, তোমাদের জন্য একটা সুন্দর দেশ উপহার দিতে পেরেছি।
ডাক টেলিযোগাযোগ সচিব অশোক বিশ্বাসের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ পোস্টাল একাডেমির অতিরিক্ত সচিব মুনির হোসেন, রাজশাহীর জেলা প্রশাসক হামিদুল, রাজশাহী পোস্টাল একাডেমীর অধ্যক্ষ সিরাজ উদ্দিন। বিসিএস বিভিন্ন ব্যাচের ৪৫ জন প্রশিক্ষণার্থী ৬ মাস ব্যাপী এই কোর্সে অংশ নেন।
বিডি প্রতিদিন/হিমেল