কেক কেটে ও দোয়া মোনাজাতের মাধ্যমে বরিশালে প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করেছে আওয়ামী লীগ।
এ উপলক্ষে শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে নগরীর সদর রোডের আওয়ামী লীগ কার্যালয়ে দলের পক্ষ থেকে প্রথমে প্রধানমন্ত্রীর জন্য দোয়া ও মোনাজাত করা হয়। এসময় তার সুস্বাস্থ্য কামনা করেন দলীয় নেতাকর্মীরা।
পরে কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করেন তারা। এসময় বরিশাল সিটি করর্পোরেশনর মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার ইউনুস ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ কে এম জাহাঙ্গীরসহ দলীয় নেতা কর্মীদের নিয়ে কেক কাটেন। পরে নেতা কর্মীদের মধ্যে কেক বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/আরাফাত