খুলনার শিরোমণি ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ে সোমবার সন্ধ্যায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হননি।
তবে বিস্ফোরণে কার্যালয়ের মধ্যে থাকা চেয়ার, টেবিল দুমড়ে-মুচড়ে ক্ষয়ক্ষতি হয়। ঘটনাস্থল থেকে বিয়ারিংয়ের টুকরা, স্পাইটের খালি বোতল, তারসহ কিছু আলামত উদ্ধার হয়েছে।
স্থানীয়রা জানায়, মাগরিবের নামাজের আগে থেকে শিরোমণি আওয়ামী লীগের কার্যালয়ে থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ হোসেন ও দলের নেতৃবৃন্দ অবস্থান করছিলেন। আবিদ হোসেন মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগদানের উদ্দেশ্যে রওনা হওয়ার কিছু সময় পর কার্যালয়ের মধ্যে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।
নেতা-কর্মীরা জানিয়েছেন, সন্ধ্যায় এক ব্যক্তি কার্যালয়ের মধ্যে ব্যাগ রেখে বাইরে চলে যান। এর ১০ মিনিট পর বিকট শব্দে বোমা বিস্ফোরিত হয়। তখন কার্যালয়ে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।
এদিকে, এ ঘটনার প্রতিবাদে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন।
খানজাহান আলী থানার ওসি (তদন্ত) মো. কবির হোসেন জানান, ঘটনাস্থলে আলামত দেখে ককটেল জাতীয় বিস্ফোরণ বলে ধারণা করা হচ্ছে। তবে বোমা ডিস্পোজাল ইউনিট বিষয়টি পরীক্ষা নিরীক্ষা করে জানাতে পারবে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম