অনলাইনে অবৈধ ক্যাসিনো ব্যবসার মূলহোতা সেলিম প্রধানের রাজধানীর গুলশান-২ এলাকার একটি বাড়িতে অভিযান চালাচ্ছে র্যাবের একটি দল। আজ সোমবার দুপুরে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটকের পর তার দেয়া তথ্যের ভিত্তিতে রাত ৯টার পর থেকে ওই বাড়িতে অভিযান শুরু হয়।
এর আগে, টেন্ডারবাজি ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে অস্ত্র চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সেলিম প্রধানকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।
বিডি প্রতিদিন/এনায়েত করিম