রাজধানীর ওয়ারী থেকে দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ ডাকাত চক্রের ৬ সদস্যকে আটক করেছে র্যাব।
মঙ্গলবার দিবাগত রাত ৮টার দিকে কাপ্তান বাজার ডিমপট্টি এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- সজল (২৭), আরিফ হোসেন (১৮), আলম (৩২), মিরাজ (২৭), জসিম মিয়া (২৩) ও বসন্ত কুমার (৫০)।
র্যাব-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার এবিএম ফাইজুল ইসলাম বুধবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন খবরে পাওয়া যায় ডিমপট্টিতে নজরুল চেয়ারম্যানের বিল্ডিংয়ের ৩য় তলায় একটি ফ্যাশন কারখানার সামনে দুর্বৃত্তরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন তারা। এ তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সংঘবদ্ধ ডাকাত চক্রের ৬ সদস্যকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ১টি স্বর্ণের দুল, ৩টি চাকু ও ১২ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।
বিডি প্রতিদিন/কালাম