এভারেস্টজয়ী এম এ মুহিতের নেতৃত্বে বাংলাদেশি অভিযাত্রী ইকরামুল হাসান শাকিল জয় করেছেন হিমালয়ের পর্বতের উঁচু পর্বতশিখর ‘হিমলুং’।
এ বিজয় উপলক্ষ্যে গতকাল জাতীয় প্রেসক্লাবে পতাকা-প্রত্যর্পণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ইকরামুল হাসান অভিযানের অভিজ্ঞতা বর্ণনা করেন।
ইকরামুল হাসান শাকিল ২৩ অক্টোবর নেপাল সময় সকাল ১০টা ১০ মিনিটে ‘হিমলুং’ শীর্ষে আরোহণ করেন। এই অভিযান পরিচালনা করেছে বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব।
বিডি প্রতিদিন/ফারজানা