বরিশালে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপি’র বিভাগীয় বিক্ষোভ সমাবেশ শেষে বাসায় ফেরার পথে গ্রেফতার হয়েছেন আ ক ন কুদ্দুসুর রহমান। পরে তাকে বিশেষ ব্যবস্থায় কারাগারে নিয়ে যায় পুলিশ।
তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও বরিশাল উত্তর জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক।
শনিবার বিকেল পৌঁনে ৩টার দিকে নগরীর নাজিরের পোল এলাকা থেকে কোতোয়ালী থানা পুলিশ তাকে গ্রেফতার করে। পরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করলে বিচারক শামীম আহমেদ তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। এর পরপরই তাকে বিশেষ ব্যবস্থায় কারাগারে নিয়ে যায় পুলিশ।
কুদ্দুসুর রহমানকে গ্রেফতারকারী কোতোয়ালী মডেল থানার এসআই সমিরন মন্ডল জানান, আ ক ন কুদ্দুসুর রহমান ২০১৩ সালের ২৭ নভেম্বর নগরীর বিমানবন্দর থানায় দায়েরকৃত একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। সরকারি কাজে বাধা এবং জনশান্তি শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পুলিশ বাদী হয়ে ওই মামলা দায়ের করে।
তবে আ ক ন কুদ্দুসুর এর আইনজীবী ও মহানগর বিএনপি’র আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জানান, মিথ্যা গায়েবী মামলায় আ ক ন কুদ্দুসুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। বরিশালে বেগম জিয়ার মুক্তি দাবিতে বিএনপি’র বিভাগীয় বিক্ষোভ সমাবেশ শেষে বাসায় ফেরার পথে পুলিশ তাকে আটক করে। একটি গায়েবী মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে। তিনি কুদ্দুসুর রহমানের গ্রেফতারের তীব্র নিন্দা এবং নিঃশর্ত মুক্তির দাবি জানান।
এর আগে দুপুরে নগরীর সদর রোডের দলীয় কার্যালয়ের সামনে বিএনপি’র বিভাগীয় বিক্ষোভ সমাবেশে সরকার পতন ঘটানোর আহ্বান জানিয়ে বক্তব্য দেন আ ক ন কুদ্দুসুর রহমান। মহানগর বিএনপি’র সভাপতি মজিবর রহমান সরোয়ারের সভাপতিত্বে ওই সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন দলের স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী মির্জা আব্বাস।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন