কুমিল্লা নগরীর ধর্মপুর এলাকায় নিলুফা বেগম (৩৫) নামের এক নারীকে পাঁচ হাজার ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে র্যাব। শনিবার ধর্মপুর রেলগেট এলাকা থেকে আবুল কাশেমের স্ত্রী নিলুফাকে গ্রেফতার করা হয়।
র্যাব-১১ সিপিসি-২এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মেজর তালুকদার নাজমুছ সাকিব বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিলুফা কুমিল্লা জেলার কোতয়ালি থানার স্থায়ী বাসিন্দা বলে জানা যায়। সে দীর্ঘদিন যাবত এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। এ বিষয়ে কুমিল্লা কোতয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে।
বিডি-প্রতিদিন/মাহবুব