অবসরপ্রাপ্ত যুগ্মসচিব নূরুল ইসলাম আজ সোমবার সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি ৭৩ ব্যাচের কর্মকর্তা ছিলেন। আজ সকাল সাড়ে ১১টায় তার লাশ রাজধানীর বেইলি রোডের বাসায় নিয়ে যাওয়া হবে। সেখানে জানাজা শেষে নূরুল ইসলামের মরদেহ নিয়ে যাওয়া হবে তার গ্রামের বাড়ি চট্টগ্রামে।
নূরুল ইসলাম ষাটের দশকে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। এছাড়া তিনি মুক্তিযদ্ধেও অংশ নিয়েছিলেন।
বিডি প্রতিদিন/ফারজানা