রাজধানীর খিলক্ষেতে একদল মাদক ও অস্ত্র ব্যবসায়ীদের সঙ্গে র্যাব সদস্যদের ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটেছে। এতে মিজানুর রহমান মিন্টু ওরফে মেঘা মিন্টু (৩৪) নামে এক মাদককারবারি নিহত হয়েছেন।
সোমবার ভোরে এ ঘটনা ঘটে।
র্যাব-১ এর স্কোয়াড কমান্ডার (সিপিসি-১) এএসপি মো. কামরুজ্জামান গণমাধ্যমকে জানান, মাদক ও অস্ত্র ব্যবসায়ীরা অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে খিলক্ষেত থানাধীন এলাকায় অভিযানে গেলে একদল চোরাকারবারী র্যাবকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। আত্মরক্ষার্থে র্যাব সদস্যরাও পাল্টা গুলি ছোঁড়ে। দুইপক্ষের গুলিবিনিময়কালে চোরাকারবারীরা পিছু হটতে বাধ্য হন। তবে এদের মধ্যে কুখ্যাত মাদক ও অস্ত্র ব্যবসায়ী মিন্টু গুলিবিদ্ধ হয়ে নিহত হন। ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান, দু'টি শর্টগান, ১০ টি কার্তুজ ও বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় র্যাবের এক সদস্য আহত হয়েছেন বলেও জানান এএসপি কামরুজ্জামান।
বিডি প্রতিদিন/কালাম