ফুটফুটে দুই শিশু। বিজয় দাসের বয়স ছয় বছর আর সোনিয়া দাসের বয়স এগারো। দরিদ্র পরিবারের এই দুই শিশুই পরিবারের সবার কোল আলোকিত করে রাখতো। বেলুন বিক্রি করতে গিয়ে রহস্যজনক ভাবে নিখোঁজের পর অনেক দিন পার হয়ে গেলেও দুই শিশু সন্তাননের খোঁজ না পেয়ে হিশেহারা হয়ে পড়েছে অসহায় জুয়েল দাস ও বেলী দাস দম্পতি।
বেলী দাস জানান, রাজশাহী মহানগরীর রামচন্দ্রপুর কালুমিস্ত্রির মোড় এলাকায় বসবাস তাদের। দুই ভাইবোন এখানে-সেখানে ঘুরে বেলুন বিক্রি করতো। গত ১৪ এপ্রিল কুষ্টিয়া লালন শাহ মাজারে বেলুন বিক্রি করতে গিয়ে হারিয়ে যায় তারা। হারিয়ে যাওয়ার এক মাস পরে শিশু সোনিয়াকে ঈশ্বরদী থেকে পাওয়া যায়। কিন্তু শিশু বিজয় দাসকে আর পাওয়া যায়নি। এরপর গত ১০ নভেম্বর আবারও বেলুন বিক্রি করতে গিয়ে শিশু সোনিয়া বড়কুঠি পদ্মা গার্ডেন এলাকা থেকে হারিয়ে যায়।
এ বিষয়ে গত ১৬ নভেম্বর বোয়ালিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মণ জানান, দুই শিশুকে খুঁজতে তারা কাজ করছেন।
বিডি-প্রতিদিন/শফিক