১৯ জানুয়ারি, ২০২১ ২০:১০

বরিশালে মাদক বিরোধী সুজন মোল্লা দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে মাদক বিরোধী সুজন
মোল্লা দিবস পালিত

বরিশালে মাদক বিরোধী প্রচারণার সময় সন্ত্রাসীদের গুলিতে নিহত খেলাঘর জেলা কমিটির সদস্য জাকারিয়া ইসলাম সুজন মোল্লার ২২তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার সকল সাড়ে ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এক প্রতিবাদী সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

খেলাঘর জেলা কমিটির সভাপতি নজমুল হোসেন আকাশের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে বক্তব্য রাখেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতিমন্ডলীর সদস্য জীবন কৃষ্ণ দে, সচেতন নগরিক কমিটির (সনাক) সভাপতি অধ্যাপক শাহ্ সাজেদা, শব্দাবলী গ্রুপ খিয়েটারের সভাপতি নাট্যজন সৈয়দ দুলাল, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক দেবাশীষ চক্রবর্তী, শুভঙ্কর চক্রবর্তী, কাজী সেলিনা, তৌছিক আহমেদ রাহাত, সুশান্ত ঘোষ, মো. শহিদুল ইসলাম ও মারুফ হোসেন। এছাড়া সুজন মোল্লার মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে আজ বিকেলে নগরীর মুক্ত বিহঙ্গল খেলাঘর আসরে এক স্মরন সভা অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, ১৯৯৯ সালের ১৯ জানুয়ারি সন্ধ্যায় মাইকে মাদক বিরোধী প্রচারণা চালানোর সময় দুই পক্ষের সংঘর্ষে সুজন মোল্লা গুলিবিদ্ধ হয়। পরে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। খেলাঘর কেন্দ্রিয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ১৯ জানুয়ারি ‘মাদক বিরোধী সুজন মোল্লা দিবস’ ঘোষণা করা হয়। সেই থেকে প্রতি বছর দেশব্যাপী খেলাঘর কর্মীরা  দিনটি পালন করে আসছে।

বিডি প্রতিদিন/আল আমীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর