রাজধানীর কদমতলী ও চকবাজার এলাকায় অভিযান চালিয়ে ৭২ হাজার ২’শ পিস আমদানি নিষিদ্ধ বিদেশি সিগারেটসহ ৫ জন সিগারেট কালোবাজারিকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রবিবার (২১ ফেব্রুয়ারি) র্যাবের জনসংযোগ বিভাগের পাঠানো এক সংবাদ বিবৃতিতে বলা হয়, শনিবার (২০ ফেব্রুয়ারি) আনুমানিক বেলা তিনটা থেকে রাত পৌনে ১০টা পর্যন্ত পৃথক পৃথক সময়ে র্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার কদমতলী থানাধীন দক্ষিণ দনিয়া ও দক্ষিণ রায়েরবাগ এবং চকবাজার থানাধীন বেগম বাজার এলাকায় অভিযান পরিচালনা চালিয়ে ৭২ হাজার ২’শ পিস বিদেশি সিগারেটসহ ৫ জন সিগারেট কালোবাজারিকে আটক করে। আটককৃতরা হল- ১. আব্দুল বারেক (৩৭), ২. আব্দুল খালেক (২৮), ৩. মিজান আবেদীন (৪৭), ৪. মো. আসাদুল ইসলাম (২৫) ও ৫. মো. মোক্তার হোসেন (৫৫)।
এসময় তাদের নিকট থেকে ৬টি মোবাইল ও নগদ ৭ লাখ ৮০ হাজার ৫৫০ টাকা উদ্ধার করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল