নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘এই সরকার এবং সরকারি দল অন্যায়ের সকল সীমা অতিক্রম করেছে। আমরা যুগপৎ আন্দোলনে আছি। আরো জনগণকে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার মাধ্যমে এ সরকারের পতন ঘটিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে।’
শুক্রবার বিকালে রাজধানীর পল্টন মোড়ে গণতন্ত্র মঞ্চের বিক্ষোভ মিছিল-পূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন।
মাহমুদুর রহমান মান্না বলেন, ‘সরকার যতই গলাবাজি করুক না কেন- এতে কোনো লাভ হবে না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও আমীর খসরু মাহমুদ চৌধুরীকে মুক্তি দিতে বাধ্য হয়েছে। পর্যায়ক্রমে সকল কারাবন্দি জেল থেকে বেরিয়ে আসবে। আবার আন্দোলন জোরদার হবে। সরকারের পতন হবে। ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে। জনগণের সরকার আসবে।’
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, গণতন্ত্র মঞ্চের নেতা হাসনাত কাইয়ূম, শহিদুল্লাহ কায়সার, কামাল উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ