রাজধানীর কুড়িল বিশ্বরোডে ট্রেনের ধাক্কায় মাহফুজা বেগম (২৯) নামে এক নারী মারা গেছেন। নিহত নারী জামালপুর সদর উপজেলার পাইনা বাড়ি গ্রামের আব্দুল হাইয়ের মেয়ে। ১০ নম্বর সেক্টর তুরাগ এলাকায় থাকতেন তিনি। পেশায় তিনি বিভিন্ন বাসা-বাড়িতে গৃহকর্মীর কাজ করতেন।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রাতে এই তথ্য নিশ্চিত করেন বিমানবন্দর রেলস্টেশনের পুলিশ ফাঁড়ির (এএসআই) সানুমং মারমা। তিনি জানান, সন্ধ্যায় সোয়া ৭টার দিকে কুড়িল বিশ্বরোড এলাকার রেললাইন পার হওয়ার সময় কমলাপুর রেলস্টেশন থেকে ছেড়ে যাওয়া ১১ সিন্ধু নামে একটি ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে মাহফুজা গুরুতর আহত হন।
সানুমং মারমা আরও জানান, ঘটনার সময় তার সঙ্গে থাকা ছোট বোন হালিমা খাতুন ও তাদের পরিচিত নাইমসহ আশেপাশের লোকজনরা তাকে উদ্ধার করে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক ওই নারীকে মৃত ঘোষণা করেন। মৃতদেহ পুলিশ হেফাজতে রয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ