জামায়াতে ইসলামীর বরিশাল জেলা শাখার আয়োজনে কর্মশালা হয়েছে। শনিবার নগরীর একটি হল রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল মোয়াযযম হোসাইন হেলাল। প্রধান অতিথির বক্তব্যে সহকারী সেক্রেটারি জেনারেল বলেন, মানুষ আজ জামায়াতে ইসলামীকে গ্রহণ করার জন্য প্রস্তুত রয়েছে। গত ১৭ বছরে যা পারিনি, এখন কথা বলার সময় এসেছে। প্রত্যেককে প্রতিটি ঘরে ঘরে পাড়া মহল্লায় দাওয়াত পৌঁছে দিতে হবে।
কর্মশালায় সভাপতিত্ব করেন বরিশাল জেলা জামায়াত আমির অধ্যাপক মাওলানা আব্দুল জব্বার। বিশেষ অতিথি ছিলেন বরিশাল মহানগর জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর।
জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাওলানা মাহমুদুন্নবী তালুকদারের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির মাস্টার আব্দুল মান্নান, সহকারী সেক্রেটারি আজিজুর রহমান অলিদ, অধ্যাপক সাইদ আহমদ খান, কর্মপরিষদ সদস্য অধ্যাপক আবু মুনিম, হাফেজ মুহাম্মদ সাইফুল ইসলাম, অধ্যাপক মোশাররফ হোসাইন, এ্যাড আযম খান, নুরুল হক সোহরাব ও অধ্যাপক মাসুদুর রহমান শিকদার প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ