ড. কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম বলেছেন, বিরোধী দলের কাছে কোনো প্রেসক্রিপশন নেই। শুধু বিরোধী দল চাইলেই দেশের কোনো সমস্যার সমাধান হবে না। সরকারকেও তা চাইতে হবে। বিরোধী দলকে আস্থায় নিতে হবে। গণতন্ত্র চাইলে আলোচনায় বসতে হবে। যারা সমস্যা সৃষ্টি করেছে, সমস্যা থেকে বেরুতে চাইলে তাদেরই সমাধানের পথ খুঁজে বের করতে হবে।
বাংলাদেশের রাজনীতির বর্তমান প্রেক্ষাপট ২০ দলীয় জোটের রাজনীতি ও গণতন্ত্রের ভবিষ্যৎ প্রসঙ্গে বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। গতকাল ডিওএইচএসের নিজ বাসায় খোলামেলা অনেক কথাই বললেন মুক্তিযুদ্ধে খেতাবপ্রাপ্ত এবং সামরিক বাহিনী থেকে রাজনীতিতে আসা সফল এই রাজনীতিক। বিএনপির প্রতিষ্ঠার সঙ্গেও ঘনিষ্ঠভাবে জড়িত ছিলেন তিনি। বর্তমানে লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির চেয়ারম্যান এবং ২০ দলীয় জোটের নীতিনির্ধারকদের অন্যতম এই নেতা বলেন, দেশে এখন এমন এক ধরনের রাজত্ব কায়েম হয়েছে, যাকে বলা যায় রাজার শাসন। এখন রাজার বিরুদ্ধে বা রাজপরিবারের বিরুদ্ধে বা রাজ সমর্থকদের বিরুদ্ধে সমালোচনা করা যাবে না। আবার এমনভাবে আইন সংশোধন হয়েছে যে, রাজ আজ্ঞার বাইরে গেলে দুদক, নির্বাচন কমিশন, হাইকোর্ট-সুপ্রিমকোর্ট ও গণমাধ্যমের কোমরে রশি লাগানোর ব্যবস্থা হয়েছে। কোনো রকম সমালোচনা করা যাবে না। সমাজে এক ধরনের অস্থিরতা ও অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে। এসব কারণে প্রতিটি নাগরিক শঙ্কিত। এটা গণতান্ত্রিক সমাজের চিত্র হতে পারে না। তিনি বলেন, দেরিতে হলেও আশা করি সব অহঙ্কার-অহমিকা-দাম্ভিকতা ত্যাগ করে আলোচনায় বসে সরকার গণতন্ত্র রক্ষায় আন্তরিক হবে। জনগণের সম্পৃক্ততায় একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচনের ব্যবস্থা এবং পরিবেশ সরকারকেই সৃষ্টি করতে হবে। অন্যথায় যা হওয়ার তা-ই হবে। মনে রাখতে হবে, মানুষ যখন ব্যর্থ হয় তখন আল্লাহর পক্ষ থেকেই সাহায্য আসে। একদিন তা আসবে। কারণ যেখানে জনগণ সন্তুষ্ট নয় সেখানে আল্লাহও সন্তুষ্ট থাকে না। আল্লাহপাক তার সৃষ্টির জন্য যেটা ভালো সেটাই করবেন- এই বিশ্বাস নিয়ে বেঁচে আছি। এখন তো আর চাওয়া-পাওয়ার কিছু নেই। এক প্রশ্নের জবাবে ড. অলি আহমদ বলেন, বর্তমান সরকার অন্ধকার সুড়ঙ্গের শেষ প্রান্তে পৌঁছে গেছে। আওয়ামী লীগের অনেক নেতা মুখে হাসি নিয়ে টিভি টকশোতে হাজির হলেও তাদের অন্তরে কোনো স্বস্তি নেই। কারণ তারাও জানে, দেশ সঠিকভাবে সঠিক পথে পরিচালিত হচ্ছে না। দেশে এক অস্বস্তিকর অবস্থা বিরাজ করছে। দেশের রাজনীতিবিদদের নৈতিক মান নিয়ে প্রশ্ন তুলে অলি আহমদ বলেন, যাদের মধ্যে ক্ষমতার লোভ এবং উচ্চাভিলাষ কাজ করে তাদের একশ্রেণির দুর্নীতিবাজ কর্মচারীর ওপর নির্ভর করতে হয়। অদূরদর্শিতার কারণে আমরা এটা বুঝতে অক্ষম যে, ১৬ কোটি মানুষের মতামতকে উপেক্ষা করে সুস্থ রাজনীতি বা অগ্রগতি অর্জন অসম্ভব ও অবান্তর। আমাদের সবাইকে ক্ষমতার লোভ ও মোহ থেকে ঊর্ধ্বে উঠতে হবে। কলুষিত রাজনীতিতে পরিবর্তন আনতে হবে। এক প্রশ্নের জবাবে ড. অলি আহমদ বলেন, বাংলাদেশ ক্রমশ দাবার ঘুঁটিতে পরিণত হচ্ছে। আশাকরি সবাই এ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় আনবেন। দেশের মানুষ আমাদের গোলাম নয়, তারা কারও গোলামি করে না। তিনি বলেন, গণতন্ত্রের মূল মন্ত্রই হলো জনগণের অংশগ্রহণের মাধ্যমে দেশ পরিচালনা। সেটা নিশ্চিত হয় জনগণের অংশগ্রহণের মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচনসহ দেশের প্রতিটি নির্বাচনে। বিগত ৫ জানুয়ারির নির্বাচনে দেশের ৯৩-৯৫ ভাগ জনগণের কোনো অংশগ্রহণ ছিল না। সে নির্বাচনে জনগণের মতামতের কোনো প্রতিফলন ছিল না। কর্নেল অলি বলেন, ’৯৬ সালের পর থেকে এ দেশে প্রতিহিংসা-প্রতিশোধের রাজনীতি চলছে। ব্যক্তিগত অহঙ্কার-অহমিকার রাজনীতি শুরু হয়েছে। ২০ দলীয় জোটের রাজনীতি জনগণের হতাশা কাটাতে পারছে কিনা জানতে চাইলে এলডিপির চেয়ারম্যান বলেন, ২০ দলীয় জোটের আন্দোলন নিয়মতান্ত্রিক আন্দোলন। জনগণকে সচেতন করে তোলার আন্দোলন। সরকার তো বিরোধী দলকে শান্তিপূর্ণ কর্মসূচিও পালন করতে দিচ্ছে না। নানা বিধিনিষেধ আরোপ করে রেখেছে। অডিটরিয়ামে কোনো অনুষ্ঠান করতে হলেও নানা শর্তসাপেক্ষে পুলিশের কাছ থেকে অনুমতি নিতে হয়। সে অনুমতিও দেওয়া হয় রাত ১০টার পরে, যেন বিরোধী দল কোনো প্রস্তুতি নিতে না পারে। আসলে দেশ পরিচালনা করছে পুলিশ। এ ধরনের শাসনের মাধ্যমে ১৬ কোটি মানুষকে দাবিয়ে রাখা যাবে না। আন্দোলনের বিদেশনির্ভরতা প্রসঙ্গে জানতে চাইলে অলি আহমদ বলেন, এখানে কেউ নিজের সিদ্ধান্তে গোঁ ধরে বসে থাকবে আর অন্যরা সব চেয়ে চেয়ে দেখবে, তেমন ভাবাটা বোধ হয় ভুল হবে। এখন বিশ্বের কোনো দেশে সমস্যা হলে তা সে দেশের একক সমস্যা হিসেবে দেখা হয় না। কারণ এক দেশের সমস্যা অপর দেশেও বিস্তার লাভ করতে পারে।
শিরোনাম
- খেলাধুলার মানোন্নয়নে ক্রীড়া সাংবাদিকতার ভূমিকা
- পর্যটনের স্বপ্ন ফাইলেই বন্দি
- স্বস্তির জয়ে ক্লাব বিশ্বকাপের শেষ আটের মঞ্চে রিয়াল
- উড্ডয়নের ৭ মিনিট পরই বিধ্বস্ত বিমান, নিহত ৬
- ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা
- ভরপেট খেলেও মোটা হবেন না, জানুন কোন খাবারগুলো নিরাপদ
- দাম কমলো ব্রডব্যান্ড ইন্টারনেটের, আজ থেকেই কার্যকর নতুন প্যাকেজ
- টিএসসিতে রিকশার ভেতরেই মিলল চালকের মরদেহ
- চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার জাকির হোসেন বরখাস্ত
- ১৯৭৩ সালের পর ডলারের সবচেয়ে বড় পতন: সংকটে যুক্তরাষ্ট্র
- প্রেমে ব্যর্থ হলে বাথরুম পরিষ্কার করেন যে অভিনেতা
- কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে জাতীয় রাজস্ব বোর্ডের নতুন নির্দেশনা
- ব্যাংক একীভূতকরণ প্রক্রিয়া শুরু
- মুস্তাফিজকে নিয়ে আলাদা পরিকল্পনা সাজাচ্ছে শ্রীলঙ্কা
- ইনসাফভিত্তিক মানবিক দেশ প্রতিষ্ঠার এখনই সময়: তারেক রহমান
- রেকর্ড রেমিট্যান্স প্রবাহে রিজার্ভ বেড়ে ৩১.৬৮ বিলিয়ন ডলার
- জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব পেল পাকিস্তান
- কনটেইনার হ্যান্ডলিংয়ে ৪৮ বছরের রেকর্ড ভাঙল চট্টগ্রাম বন্দর
- সিলেটে পাথর শ্রমিকদের বিক্ষোভে গাড়ি ভাঙচুর
- টাইগারদের সামনে দশম থেকে নবম স্থানে ওঠার সুযোগ
বিরোধী দলের কাছে কোনো প্রেসক্রিপশন নেই
কর্নেল (অব.) অলি আহমদ
আহমদ সেলিম রেজা
অনলাইন ভার্সন

এই বিভাগের আরও খবর