শুক্রবার, ২৪ জুন, ২০১৬ ০০:০০ টা

‘সোনার বাংলা’ উদ্বোধন কাল

টিকিটের সঙ্গে নেওয়া হবে খাবারের মূল্যও

সাইদুল ইসলাম, চট্টগ্রাম

ঢাকা-চট্টগ্রাম রুটে বিরতিহীন সার্ভিস হিসেবে আগামীকাল শনিবার ‘সোনার বাংলা’ ট্রেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই প্রথম বাংলাদেশে ট্রেনের ভাড়ার সঙ্গে খাবারের মেন্যু যুক্ত করা হয়েছে। রেলমন্ত্রী মুজিবুল হক বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ট্রেনটি ৭৪৬ সিট নিয়ে শনিবার ছাড়া প্রতিদিন বিকাল ৫টায় চট্টগ্রাম থেকে ঢাকা এবং সকাল ৭টায় ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসবে। নতুন এ ট্রেনের কারণে এবার ঘরমুখো যাত্রীদের দুর্ভোগ কমবে বলেও জানান তিনি। এ ছাড়া ভাড়ার সঙ্গে খাবার সরবরাহ করতে ইতিমধ্যে রেলের বিভিন্ন শর্তে পর্যটন করপোরেশনকে পরিচালনার দায়িত্ব পালন করতে হচ্ছে। খাবারসহ ভাড়া নির্ধারণ করা হয়েছে— এসি চেয়ার ১১০০ টাকা, এসি সিট ১০০০ টাকা ও শোভন চেয়ার ৬০০ টাকা। টিকিটের বিষয়ে গত ২১ জুন রেলভবনে সভা করা হয়েছে। একই বৈঠকে সেবার মান ও যাত্রীসেবা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। তবে এ ট্রেনে সেবার মান বৃদ্ধিসহ যাত্রীসেবায় যাবতীয় কার্যক্রম সঠিকভাবে পরিচালনার জন্য মন্ত্রীসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের কঠোর নির্দেশনা ও নজরদারি রয়েছে বলে জানান চিফ কমার্শিয়াল ম্যানেজার সরদাত শাহদাত আলী। ট্রেনটি শনিবার ছাড়া প্রতিদিন বিকাল ৫টায় চট্টগ্রাম থেকে ছেড়ে ঢাকায় ১০টা ৪০ মিনিটে পৌঁছবে এবং সকাল ৭টায় ঢাকা থেকে ছেড়ে চট্টগ্রামে পৌঁছবে ১২টা ৪০ মিনিটে।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর