শুক্রবার, ১৩ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

চার সপ্তাহের মধ্যে ট্যানারি পল্লীতে নির্মাণ কাজ শেষ করার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

চার সপ্তাহের মধ্যে সাভারের ট্যানারি পল্লীতে অবকাঠামোগত নির্মাণকাজ শেষ করার নির্দেশ দিয়েছে হাই কোর্ট। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) আবেদনের শুনানি নিয়ে গতকাল বিচারপতি  সৈয়দ রেফাত আহমেদ এবং বিচারপতি মো. সেলিমের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। এ ছাড়া সাভারে ট্যানারির বর্জ্য  শোধনাগার (সিইটিপি) ৪ নভেম্বর পর্যন্ত প্রতিদিন ঘণ্টায় ঘণ্টায় মনিটরিং করে ১২ নভেম্বরের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। আদালতে বেলার পক্ষে শুনানি করেন আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসান। শিল্প মন্ত্রণালয়ের পক্ষে ছিলেন আইনজীবী রইস উদ্দিন। পরে রিজওয়ানা হাসান সাংবাদিকদের বলেন, হাজারীবাগের মতো দূষণ  যেন সাভারের ট্যানারি পল্লীতে না হয়, সেজন্যই বার বার আদালতে আসা।

সর্বশেষ খবর