বৃহস্পতিবার, ২৬ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

বাউবির এসএসসি পরীক্ষার ফল প্রকাশ

গাজীপুর প্রতিনিধি

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) অধীনে ২০১৮ সালের এসএসসি প্রোগ্রামের ১ম ও ২য় বর্ষের বিষয়ভিত্তিক ফল ও চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। এবার বাউবির এসএসসি প্রোগ্রামের ১ম ও ২য় বর্ষের পরীক্ষায় মোট ৭৭,৯২৭ শিক্ষার্থী অংশগ্রহণ করে এর মধ্যে ২য় বর্ষে মোট ৩৪,২৮৮ পরীক্ষায় অংশগ্রহণ করে। চূড়ান্ত পরীক্ষায় বিভিন্ন গ্রেডে ১৯,৮৪৯ জন কৃতকার্য হয়। পাসের হার ৫৭ দশমিক ৮৯ ভাগ। কৃতকার্য শিক্ষার্থীদের মধ্যে ০১ জন ‘এ’+,  ২,০১০ জন ‘এ’, ৬,০৩৪ জন ‘এ-’, ৭,০৭০ জন ‘বি’, ৪,৫২১ জন ‘সি’ এবং ২১৩ জন শিক্ষার্থী ‘ডি’ পেয়েছে। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ১১,০৮৭ জন ছাত্র (শতকরা ৫৪ দশমিক ৪১ ) এবং ৮,৭৬২ জন ছাত্রী অর্থাৎ (শতকরা ৬২ দশমিক ৯৯ ভাগ)। একই সঙ্গে ৪৩,৬৩৯ জন ১ম বর্ষের শিক্ষার্থীর পরীক্ষার ফলও প্রকাশ করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর