শিরোনাম
বৃহস্পতিবার, ৭ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

ইয়াবা মামলায় এসআই সাইফুদ্দিন কারাগারে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার উপপরিদর্শক (এসআই) খন্দকার সাইফুদ্দিনকে ইয়াবা মামলায় কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার জাহানের আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাব উদ্দিন আহমেদ বলেন, ‘খন্দকার সাইফুদ্দিন আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে।’ ২০১৮ সালের ৩০ জুলাই রাতে বাকলিয়া হাফেজনগর এলাকায় এসআই খন্দকার সাইফুদ্দিনের ভাড়া বাসায় অভিযান চালিয়ে ১৪ হাজার ১০০ পিস ইয়াবা উদ্ধার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

ইয়াবা ছাড়াও তার বাসা থেকে ইয়াবা বিক্রির নগদ ২ লাখ ৩১ হাজার ৬৩০ টাকা, চারটি মোবাইল ফোন, তিনটি ট্যাব ও পুলিশের কিছু ইউনিফর্ম উদ্ধার করা হয়। এ সময় বাসা থেকে নাজিম উদ্দিন মিল্লাত (৩০) নামে খন্দকার সাইফুদ্দিনের এক সহযোগীকে আটক করে র‌্যাব। তবে অভিযানের সময় বাসায় ছিলেন না এসআই সাইফুদ্দিন। তখন তিনি ডিউটিরত ছিলেন। পরে অসুস্থতার কথা বলে থানা থেকে হাসপাতালে যাওয়ার সময় পালিয়ে যান। ৩১ জুলাই সাইফুদ্দিনকে সাসপেন্ড করা হয়। এ ঘটনায় চকবাজার জোনের সিনিয়র সহকারী কমিশনার নোবেল চাকমাকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করে সিএমপি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর