মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

মুক্তিযোদ্ধাদের হাতে স্মার্টকার্ড দিল ইসি

নিজস্ব প্রতিবেদক

দেশজুড়ে মহান বিজয় দিবসের অনুষ্ঠানে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের হাতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র তুলে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল দেশের সব জেলা ও উপজেলায় বিজয় দিবসের অনুষ্ঠানে সংশ্লিষ্ট কর্মকর্তারা বীর মুক্তিযোদ্ধাদের হাতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র তুলে দেন। বিজয় দিবসের জন্য প্রাথমিকভাবে ৪০ হাজার স্মার্ট কার্ড প্রস্তুত করা হয়। এ বিষয়ে গত রবিবার জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম জানান, জেলা ও উপজেলা প্রশাসনের সহায়তায় গেজেটভুক্ত মুক্তিযোদ্ধাদের তালিকা সংগ্রহ করে দ্রুততম সময়ের মধ্যে স্মার্ট কার্ড প্রিন্ট করা হয়েছে। এটা চলমান প্রক্রিয়া। ইসির কর্মকর্তারা জানান, জেলা ও উপজেলা ভিত্তিক বিজয় দিবসের অনুষ্ঠানে সংশ্লিষ্ট মুক্তিযোদ্ধাদের স্মার্ট জাতীয় পরিচয়পত্র দেওয়া হয়েছে।

 এক্ষেত্রে যারা বিজয় দিবসের অনুষ্ঠানেও স্মার্ট কার্ড সংগ্রহ করতে পারবেন না, তারা পরবর্তীতে সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিস থেকে কার্ড সংগ্রহ করতে পারবেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর