সোমবার, ১৩ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

ইছামতি দখলকারীদের তালিকা চেয়েছে হাট কোর্ট

নিজস্ব প্রতিবেদক

পাবনা শ্হরের ভিতর দিয়ে প্রবাহিত ইছামতি নদী দখল ও দূষণকারীদের তালিকা চেয়েছে হাই কোর্ট। ৯০ দিনের মধ্যে তালিকা তৈরি করে প্রতিবেদন আকারে আদালতে দাখিল করতে বলা হয়েছে। গতকাল এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ্ দেয়। রুলে ৮৪ কিলোমিটার ইছামতি নদীকে কেন প্রতিবেশ্গত সংকটাপন্ন ঘোষণা করা হবে না এবং সিএস পর্চা অনুযায়ী নদীর সীমানা নির্ধারণ, দখল ও দূষণমুক্ত করে দায়ীদের বিরুদ্ধে কেন প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ্ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে। ভূমি মন্ত্রণালয়ের সচিব, পরিবেশ্ মন্ত্রণালয়ের সচিব, পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব, জাতীয় নদী রক্ষা কমিশ্নের চেয়ারম্যানসহ ১৬ জনকে আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। ইছামতি নদী দখল ও দূষণ নিয়ে জাতীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে গত ৫ জানুয়ারি হাই কোর্টে রিট দায়ের করে পরিবেশ্বাদী আইনজীবীদের সংগঠন বেলা। আবেদনের পক্ষে শুনানি করেন মিনহাজুল হক চৌধুরী। তাকে সহযোগিতা করেন সাঈদ আহমেদ কবির। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।

সর্বশেষ খবর