মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

এমপি রতন ও তার স্ত্রীর ব্যাংক হিসাবের নথিপত্র তলব

নিজস্ব প্রতিবেদক

সুনামগঞ্জ-১ আসনের সরকারদলীয় সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন ও তার স্ত্রীর যাবতীয় ব্যাংক হিসাবের নথিপত্র তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল দুদকের প্রধান কার্যালয় থেকে বাংলাদেশ ব্যাংকের ফিন্যানশিয়াল ইনটেলিজেন্স ইউনিটের (বিআইএফইউ) মহাব্যবস্থাপক বরাবর ওই তলবি চিঠি দেওয়া হয়েছে। দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ নেয়ামুল আহসান গাজী স্বাক্ষরিত চিঠিতে মোয়াজ্জেম হোসেন রতন ও তার স্ত্রী মাহমুদা হোসেন লতার নাম উল্লেখ করে তাদের ব্যাংক হিসাবের তথ্য চাওয়া হয়েছে।

দুদকের এক সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ১৮ ফেব্রুয়ারি রতনকে জিজ্ঞাসাবাদ করে দুদক। জিজ্ঞাসাবাদ শেষে তিনি দাবি করেন, একটি পক্ষ রাজনৈতিকভাবে তাকে হয়রানি করছে। তিনি নিজেই দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ছিলেন, আওয়ামী লীগের ৩০টি অফিস করে দিয়েছেন। তার কোনো অবৈধ সম্পদ নেই বলেও তিনি দাবি করেন।

অভিযোগ রয়েছে ঠিকাদার জি কে শামীমসহ বিভিন্ন প্রভাবশালীর সঙ্গে সম্পৃক্ত থেকে অনিয়মের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ, ক্যাসিনো ব্যবসা ও অন্যান্য অবৈধ কর্মকান্ডের মাধ্যমে শত শত কোটি টাকা পাচার এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন তিনি।

সর্বশেষ খবর