খুলনার বেশিরভাগ শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনার নেই। ফলে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ইট, মাটি, বাঁশ-কাঠ দিয়ে তৈরি করা হচ্ছে অস্থায়ী শহীদ মিনার। কোনো কোনো স্কুলে নিজস্ব অর্থায়নে শহীদ মিনার নির্মাণ করা হলেও মূল অবকাঠামোর সঙ্গে এর মিল নেই। করোনা পরিস্থিতিতেও নেই তেমন কোনো আয়োজন। ফলে বিভ্রান্তিতে থাকছে শিক্ষার্থীরা। জানা যায়, খুলনা জেলার ১ হাজার ১৫৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৯২০টি স্কুলে শহীদ মিনার নেই। এর মধ্যে খুলনা সদরে ১২৭টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে হাতেগোনা কয়েকটিতে শহীদ মিনার রয়েছে। কয়রা উপজেলায় ১৪২টি প্রাথমিক স্কুলের মধ্যে শহীদ মিনার রয়েছে মাত্র ৯টিতে। মাধ্যমিক পর্যায়ের স্কুলগুলোর চিত্রও প্রায় একই রকম। শিক্ষকরা জানায়, স্কুলে স্থায়ী শহীদ মিনার না থাকায় কোমলমতি শিক্ষার্থীরা এর সঙ্গে পরিচিত হতে পারছে না। গতবারের মতো এবারও মেহমানে আলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ন্যাশনাল সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে ইট, মাটি, বাঁশ-কাঠ দিয়ে শিক্ষার্থীরা অস্থায়ী শহীদ মিনার তৈরি করেছে। ভাষা দিবসে তারা তাতে কাগজ কেটে সাজায়, ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে। তবে তাদের মধ্যে মাতৃভাষা দিবসের মূল্যবোধ তৈরি হয়নি। খুলনা সদর থানা শিক্ষা কর্মকর্তা শেখ মো. নুরুল ইসলাম বলেন, শহরের অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যাপ্ত জায়গার অভাব রয়েছে। তার পরও স্থানীয় ব্যবস্থাপনায় শহীদ মিনার তৈরি করতে উৎসাহিত করা হচ্ছে। একই সঙ্গে ভাষা দিবসের কর্মসূচি পালনের জন্য বলা হয়েছে। এদিকে ভাষা দিবসে এবার নগরীর গুরুত্বপূর্ণ মোড়ে বাংলা বর্ণমালা দিয়ে সাজানো হবে। আকর্ষণীয় বিষয় থাকছে ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর বিশেষ ভূমিকা সম্পর্কে আলোচনা। করোনার স্বাস্থ্যবিধি মেনে জেলা প্রশাসন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। খুলনা মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, একুশের অনুষ্ঠানের স্থানগুলোতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। হাদিস পার্ক, দৌলতপুর কেন্দ্রীয় শহীদ মিনার ও সরকারি বিএল কলেজে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে।
শিরোনাম
- টানা বর্ষণে ভিয়েতনামে ভয়াবহ বন্যা, ৪১ জনের প্রাণহানি
- ফের উত্তপ্ত নেপাল, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রী সুশীলার
- ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া
- রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: মার্কিন শান্তি প্রস্তাব মানবে না ইউরোপ
- ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর শত শত মানুষ আশ্রয়কেন্দ্রে
- লঙ্কানদের বিপক্ষে দাপুটে জয় পেল জিম্বাবুয়ে
- আজ সেনাকুঞ্জে যাচ্ছেন বেগম খালেদা জিয়া
- বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের প্রধানদের সঙ্গে ইসির সভা ৩০ নভেম্বর
- ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন
- জাতির গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী: তারেক রহমান
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
- ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ালো পাকিস্তান
খুলনার বেশির ভাগ স্কুলে নেই শহীদ মিনার
নিজস্ব প্রতিবেদক, খুলনা
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর