রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে শিক্ষার্থী ভর্তিতে নীতিমালা পরিবর্তন দাবি

নিজস্ব প্রতিবেদক

কারিগরিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে প্রকাশিত নীতিমালা পরিবর্তনের দাবি জানিয়েছে বাংলাদেশ বেসরকারি পলিটেকনিক উদ্যোক্তা সমিতি। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে এ দাবি জানানো হয়। আয়োজকরা বলেন, ভর্তি নীতিমালায় যে পরিবর্তন আনা হয়েছে সেভাবে ভর্তি করলে কারিগরি থেকে অনেক শিক্ষার্থী মুখ ফিরিয়ে নেবে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আয়োজক সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার মো. শামসুর রহমান বলেন, নীতিমালায় বিজ্ঞান ছাড়া অন্য বিভাগে ভর্তির জন্য তিন সপ্তাহ ক্লাস করে যোগ্যতা অর্জন করতে বলা হয়েছে।

এটি বাস্তবায়ন করা কঠিন হয়ে পড়বে। একই নীতিতে সব বিভাগের শিক্ষার্থী ভর্তি না করালে অনেকে জটিলতার কারণে কারিগরিতে ভর্তি হওয়া থেকে মুখ ফিরিয়ে নেবে।

তিনি বলেন, দেশের ৪১টি সরকারি পলিটেকনিক ও পাঁচ শতাধিক বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে কারিগরি শিক্ষা অ্যাক্ট অনুযায়ী এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তির বিধান আছে। ১৯৫৫ সাল থেকে ইঞ্জিনিয়ারিং কোর্সের এসএসসি বিজ্ঞান, বাণিজ্যিক, মানবিক থেকে পাস করা শিক্ষার্থীরা ভর্তি হয়ে ডিপ্লোমা প্রকৌশলী হচ্ছেন। কিন্তু বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ২০২১-২০২২ শিক্ষাবর্ষে বিজ্ঞান বিভাগ ছাড়া অন্যান্য বিভাগ যেমন মানবিক, বাণিজ্য ও মাদরাসা বিভাগের এসএসসি উত্তীর্ণদের অযৌক্তিকভাবে তিন সপ্তাহের মেকআপ (অগ্রিম) কোর্স করে যোগ্যতার পরীক্ষায় পাস করলে ভর্তির জন্য আবেদন করতে বলা হয়েছে। সংবাদ সম্মেলনে আয়োজক সংগঠনের সহসভাপতি আহসান হাবীব, সাধারণ সম্পাদক সোহেলী ইয়াসমিনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর