শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

গরমে রাজশাহীতে বেড়েছে ডায়রিয়া রোগীর সংখ্যা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এখন ভর্তি রোগীদের একটি বড় অংশ ডায়রিয়ায় আক্রান্ত। যাদের কেউ বাইরে থেকে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে এসেছেন, না হলে হাসপাতালে অন্য রোগের চিকিৎসা নিতে এসে এ রোগে আক্রান্ত হচ্ছেন। রাজশাহীতে এবার গ্রীষ্মের শুরু থেকেই প্রচ- গরম। বর্ষা পেরিয়ে গেলেও বৃষ্টিপাত কম হওয়ায় এবার তপ্ত প্রকৃতিকে শান্ত করতে পারেনি বর্ষাকাল। তারপর চলছে ভাদ্র মাস। একে তো চরম গরম, তার ওপর ঘন ঘন লোডশেডিং। সবমিলিয়ে গরমজনিত রোগে আক্রান্ত হচ্ছেন নগরবাসী। সরেজমিন দেখা যায়, হাসপাতালে ভর্তি বেশির ভাগ ডায়রিয়া রোগীকে মেঝেতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। কিছু রোগী ওয়ার্ডের শৌচাগারের পাশের মেঝেতে থাকছেন নিজেদের সুবিধার্থে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, হাসপাতালে প্রতিদিন ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর