বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, এই সরকারকে বিদায় করা আমাদের পবিত্র দায়িত্ব। জনগণও বার্তা দিয়েছে এই সরকারকে হটানোর। তিনি আরও বলেন, আমাদের সামনে চ্যালেঞ্জ হচ্ছে বেগম খালেদা জিয়ার মুক্তি এবং তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা। এই সরকার ক্ষমতায় থাকলে সেটি সম্ভব নয়। গতকাল ময়মনসিংহ নগরীর নতুনবাজারে বিএনপি কার্যালয়ের সামনে এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ বিক্ষোভের আয়োজন করে ময়মনসিংহ মহানগর বিএনপি। খন্দকার মোশাররফ বলেন, ১০ ডিসেম্বর ঢাকার গণসমাবেশ থেকে যুগপৎ আন্দোলনের দিকনির্দেশনা দেওয়া হবে। সেই সঙ্গে এক দফা আন্দোলন শুরু হবে। মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক এ কে এম শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ ও অধ্যাপক শেখ আমজাদ আলীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন প্রধান বক্তা কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, ময়মনসিংহ উত্তর জেলা যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার প্রমুখ।
মহানগর যুগ্ম আহ্বায়ক কাজী রানা, শাহ শিব্বির আহমেদ বুলু, অ্যাড. এম এ হান্নান খান, শামীম আজাদসহ নেতৃবৃন্দ।